শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে: এমপি শাওন

শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে: এমপি শাওন

মো. জসিম জনি: ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরপ্রাপ্ত সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা ও একক গৃহ পরিদর্শন করেছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে পৌরসভার লঞ্চঘাট আশ্রয়ণে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির দলিল হস্তান্তর ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। 

এসময় এমপি শাওন বলেন, শেখ হাসিনার সরকার দেশে শিক্ষা, স্বাস্থ্য, শতভাগ বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট নির্মাণ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে সবাইকে ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশের সর্বস্তরের উন্নয়নের কারণে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে বিশ্ব।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমপি শাওন পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বকনা বাছুর বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করেন।