LalmohanNews24.Com | logo

২৭শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২০ ইং

লালমোহন থানার তিন এসআইসহ ৫ জন করোনা আক্রান্ত ॥ সুস্থ্য ৩জন

মোঃ জসিম জনি মোঃ জসিম জনি

সম্পাদক ও প্রকাশক

প্রকাশিত : জুলাই ৩০, ২০২০, ১৮:৩৫

লালমোহন থানার তিন এসআইসহ ৫ জন করোনা আক্রান্ত ॥ সুস্থ্য ৩জন

করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ভোলার লালমোহন থানার তিন এসআই, একজন এএসআই ও একজন কনস্টেবলসহ ৫ জন। এর মধ্যে তিনজন সুস্থ্য হলেও এখনো দুইজন এসআই করোনা পজেটিভ নিয়ে হোম আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার লালমোহন থানার এসআই শওকত জামিলের করোনা রিপোর্ট পজেটিভ আসে। গত ২৭ জুলাই শরীরে জ¦র দেখা দিলে নমুনা দেন তিনি। পজেটিভ আসলে তিনি বাসায় আইসোলশেনে রয়েছেন। গত বৃহস্পতিবার করোনা পজেটিভ আসে এসআই সায়েদুর রহমানের। তার শরীরেও সামান্য জ্বর দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে বৃহস্পতিবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর পর থেকে তিনি লালমোহন থানার আবাসিক কোয়ার্টারে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে করোনা পজেটিভ আসে এএসআই রোমানা ইসলাম, কনস্টেবল উজ্জল ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হেলাল। তারা সুস্থ্য হয়ে বর্তমানে দায়ীত্ব পালন করছেন।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ পর্যন্ত লালমোহন থানার ৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৩ জন সুস্থ্য হয়ে দায়ীত্ব পালন করছে। বাকী দুই জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে।

 

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি