মোঃ জহিরুল হক সেলিম।। লালমোহন তেঁতুলিয়া নদীতে মৎস্য অভয়ারণ্যে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ অবস্থায় জাল ফেলে মাছ ধরাকালে রোববার মোট ১৮ জন জেলেকে অাটক করা হয়। এসময় প্রায় ৩০ হাজার মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।
পরে ভ্রাম্যমান অাদালতে মৎস্য সংরক্ষন ও নিয়ন্ত্রন অাইন ১৯৫০ এর ৩/২ ধারায় (১৮ জনের মধ্যে ৭ জন ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। বাকী ১১ জন প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেলের নির্দেশ প্রধান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল অারিফ। এসব জেলেদের বাড়ি পটুুয়াখালীর জেলার বাউফল উপজেলায়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজ, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুছ।
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত