LalmohanNews24.Com | logo

২২শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

লালমোহনে হা-মীম রেসি: স্কুল অ্যান্ড কলেজের চমক

হাসান পিন্টু হাসান পিন্টু

প্রধান বার্তা সম্পাদক

প্রকাশিত : মে ০৬, ২০১৯, ২২:৪২

লালমোহনে হা-মীম রেসি: স্কুল অ্যান্ড কলেজের চমক

ভোলার লালমোহনে ২০১৯ সালের এসএসসির ফলাফলে চমক সৃষ্টি করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবছর ওই প্রতিষ্ঠান থেকে ৮৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সকলেই পরীক্ষায় পাস করে পুরো উপজেলা তথা ভোলা জেলায় চমক সৃষ্টি করেছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন ( এর মধ্যে গোল্ডেন এ+ পেয়েছে ২২ জন), ও বাকি ১৩ জন এ গ্রেড পেয়ে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়।

প্রতিষ্ঠানটির মাধ্যমিকে পরীক্ষায় অংশ গ্রহণের অনুমোদন না থাকায় ওই সকল পরীক্ষার্থীরা আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজুয়িটে মাধ্যমিক বিদ্যালয় থেকে রেজিষ্ট্রেশন করে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এব্যাপারে লালমোহন হা-মীম রেসি: স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের পিছনে যথেষ্ট শ্রম দেয়। যার একটাই লক্ষ্য এখানের শিক্ষার্থীরা যেনো ভালো ফলাফল করে। আশা করছি আগামীতেও আমাদের এ সুনাম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি