লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকমঃ “মাদক একটি মরণ ব্যাধি নেশা, মাদককে না বলি-মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে মাদক বিরোধী র্যালী বের করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় র্যালীটি লালমোহন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সেচ্ছাসেবী সংগঠন হেল্প এন্ড কেয়ার লালমোহন শাখার কার্যকরী সদস্যরা জানান, সমাজ ও দেশ থেকে মাদক নামক এই বিষকে ধ্বংস করা, বাল্য বিবাহ রোধে কাজ করা, অসহায় অবহেলিত পথশিশুদের স্কুলমুখি করা তাদের পাশে দাড়ানো ও সমাজের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করার লক্ষে ভোলা জেলার সেচ্ছাসেবী সংগঠন হেল্প এন্ড কেয়ার এর অধীনে আমরা কাজ করে যাচ্ছি।
এইচ.পি
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত