স্টাফ রিপোর্টারঃ লালমোহন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার ষ্টাফ রিপোটার মোঃ সাইফ বাবলুর পিতা মোঃ দেলোয়ার হোসেন হাওলাদারের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম দেলোয়ার হোসেন হাওলাদারের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার ছিলেন একজন সদা হাস্যজ্জল মানুষ। দেলোয়ার হোসেন হাওলাদার প্রায়ই আমার কাছে আসতেন এবং আমাকে গঠন মূলক উপদেশ দিতেন। তিনি সব সময় সমাজের অসহায় মানুষের সেবা করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফ বাবলুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য শুক্রবার দিবাগত রাত ৯টায় সাংবাদিক সাইফ বাবলুর পিতা মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।
হাসান পিন্টু
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত