লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন প্রতিনিধিঃ ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডকে সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম প্রকল্প)”র আওতায় শিশু বিবাহ বন্ধ করার লক্ষ্যে উন্মুক্ত ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩ টায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিসেফ এর অর্থায়নে ও কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মাওঃ অধ্যক্ষ ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীপবন্ধু পরিষদের সভাপতি আঃ গনি মাষ্টার, কোস্ট ট্রাস্টের ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মোসাঃ ফাহিমা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. আরিফ খান জয়, ইউসি হেলাল উদ্দিন, মো. কামরুল হোসেন সবুজ, ওয়ার্ড প্রমোটর মো. নিরবসহ ইউনিয়ন কিশোর/ কিশোরী ক্লাবের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কিশোর/কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শিশু বিবাহ বন্ধ করতে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া।
হাসান পিন্টু
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত