LalmohanNews24.Com | logo

১৫ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

লালমোহনে বাল্য বিবাহ বন্ধে শপথ

হাসান পিন্টু হাসান পিন্টু

প্রধান বার্তা সম্পাদক

প্রকাশিত : এপ্রিল ২৪, ২০১৯, ২০:৪৯

লালমোহনে বাল্য বিবাহ বন্ধে শপথ

ভোলার লালমোহনে বাল্য বিবাহ বন্ধে শপথ গ্রহণ করেছে ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসী। কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে ও ইউনিসেফ এর সহযোগিতায় বুধবার বিকালে সম্বনিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম প্রকল্প) ধলিগৌরনগর ইউপির ৯ নং ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষে ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং বন্ধে সকলকে সচেতন হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ উপজেলাকে বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং মুক্ত করা হবে। আপনাদের আশেপাশে যেকোনো ধরনের অপরাধ সংঘঠিত হতে দেখলে আমাদের খবর দিবেন, আমরা তা প্রতিহত করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারী ইউপি সদস্য শাহিনা বেগম, শামছুন নাহার, ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতি আলমগীর, কোস্ট ট্রাস্টের উপজেলা সমন্বয়কারী ফাহিমা আক্তার প্রমুখ।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি