লালমোহননিউজ২৪.কম ॥
লালমোহনে একই ঘরে পরপর দুইদিন নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে ওই পরিবারের ১০ জনকে অজ্ঞান করে নগদ আড়াই লক্ষ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। বৃহস্পতি ও শুক্রবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোড এলাকার মোতাহার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থদের লালমোহন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরা হলেন লালমোহন থানা মোড়ের তাজ স্টুডিওর ব্যবসায়ী রুবেল (৩০), বাবা মোতাহার পাটোয়ারী (৭০), মা মমতাজ বেগম, রুবেলের স্ত্রী লিজা (২৫), শ্যালিকা স্নিগ্ধা (২১), শ্বাশুরী সুফিয়া বেগম (৫৫), ভগ্নিপতি লিমন (২৮), জুয়েল (৩২), ছোট ভাই সোহেল (১৮), ছোট বোন শারমীন (২৫), নাসরিন (২৩)।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে অজ্ঞান হয়ে যায় রুবেল, সোহেল ও মা। তাদের দেখতে রুবেলের শ্বাশুরী, বোন ও ভগ্নপতিরা ওই বাড়িতে যায়। শুক্রবার রাতে সকলে খাবার খেয়ে ঘুমালে ঘরের সবাই অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে অজ্ঞান পার্টির চক্র ঘরে প্রবেশ করে নগদ আড়াই লাখ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার স্বর্নালংকার নিয়ে যায়। সকালে অজ্ঞান অবস্থায় সবাইকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
‘আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিখাতে আধুনিকায়ন হয়েছে : এমপি শাওন’
Jasim Jany: ভোলা-৩ আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির......বিস্তারিত