হাসান পিন্টু ।। ভোলার লালমোহনে যাত্রিবাহী বাস পুকুরে পরে অন্তত ২০ যাত্রি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ভোলা-চরফ্যাসন সড়কের ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শফিজল (৪৫) , মহিউদ্দিন (৪২) , আমেনা (৪০), ইব্রাহিম (২০) ও তানবির (২০) সহ ৫ জনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে যাত্রি নিয়ে চরফ্যাসনে যাওয়ার সময় ‘চায়না পরিবহনের’ বাসটির সামনের চাকা পামচার হলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে বাসটি উল্টে পুকুরে পরে যায়। এসময় স্থানীয়দের সহায়তার বাসের জানালা দিয়ে ভিতরে আটকা পড়া যাত্রিদের উদ্ধার করা হয়।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করে বলে জানা যায়।
‘আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিখাতে আধুনিকায়ন হয়েছে : এমপি শাওন’
Jasim Jany: ভোলা-৩ আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির......বিস্তারিত