ইব্রাহিম আকাশ, লালমোহন: লালমোহন চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মুজিবল হককে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। আহত মুজিবল হকের সাথে ছিলো ওই ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্দ।
৭নং ওয়ার্ড আওমীলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মাদ বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদারের সাথে দেখা করে নিজ বাড়িতে ফেরার পথে নয়ানী গ্রামের চৌরাস্তার মোরের আগে ৫/৬ যুবক মুখোশ পরে আমাদের হোন্ডা থামিয়ে এলোপাতারিভাবে, হকিস্টোক, রড ও দারালো রাম দা দিয়ে মারতে থাকে। পরে আমি দৌড় দিয়ে ভাইস চেয়ারম্যানের বাসায় গেলে সে আমাকে ও মুজিবল ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহত মুজিবল হক বলেন, আমাকে কেনো মারতে চায়? আমি জানিনা তবে আমি এর উপযুক্ত বিচার চাই। আজ সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার হাসপাতালে গিয়ে আহত মুজিবল হককে দেখে শান্তনা দেন এবং হামলা কারিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানান।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত