লালমোহননিউজ২৪ডটকম।। লালমোহন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেরাব হোসেন জুম্মান পাটোয়ারীকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হাত পা ও মুখ বেঁধে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জুম্মান পৌরসভার পাটোয়ারী বাড়ির আলমগীর পাটোয়ারীর বড় ছেলে। সে সাতানী এলাকার ইউসা ব্রিকস এর মালিক।
আলমগীর পাটোয়ারী জানান, রাতে এশারের নামাজের জন্য তিনি বাসা থেকে বের হন। ওই সময় জুম্মানকে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৯টার কিছু আগে বাসা থেকে ফোন পান জুম্মানকে বাসার সামনে হাত পা ও মুখ বেঁধে কারা ফেলে রেখে গেছে। এখবর পেয়ে তিনি দ্রুত বাসায় গিয়ে দেখেন জুম্মানকে রড দিয়ে প্রচন্ডভাবে মারা হয়েছে। মারপিট করে অজ্ঞান অবস্থায় তাকে এভাবে ফেলে রেখে যাওয়া হয়। পরে লালমোহন হাসপাতালে নিলে ডাক্তার ভোলা রেফার্ড করে।
জুম্মানকে রাতেই ভোলা হাসপাতালে নেওয়া হয় বলে জানান আলমগীর পাটোয়ারী। তবে কারা কিজন্য এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
‘হজ করতে করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক : সৌদি আরব’
Jasim Jany: হাজীদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন সৌদি......বিস্তারিত