LalmohanNews24.Com | logo

৩রা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০১৯ ইং

লালমোহনে চর দখল নিয়ে জেলেদের ঘর বাড়িতে হামলা

লালমোহনে চর দখল নিয়ে জেলেদের ঘর বাড়িতে হামলা

লালমোহনের তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে চর দখলে বাধা দেওয়ায় জেলেদের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় চরকচুয়াখালীর ২নং ওয়ার্ডের ৭নং আবাসনে এ ঘটনা ঘটে। ওই চরের বাসিন্ধা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাং জানান, চরফ্যাশনের নুরাবাদ থেকে ৪টি ট্রলার যোগে হেজু, কালু গোয়াল, খালেক কয়াল, মাহাবুব মিঝি, বাদশা মিয়া, সাইফুল, মকবুলসহ একদল সংঘবদ্ধ সন্ত্রাসী চরকচুয়াখালীতে গিয়ে জেলেদের মাছ ধরা ট্রলার লুট করে। এসময় ৪০টি মাছ ধরা জাল নিয়ে যায় তারা। এতেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা জেলেদের ৩টি বসত ঘর ভাংচুর করে জেলে আবু কালাম, মোঃ নাসিম, ছালাউদ্দিনকে মারপিট করে।
চরে জেগে ওঠা নতুন চর দখলে বাধা দেওয়ায় হামলাকারীরা এ হামলা চালায় বলে জেলেরা অভিযোগ করেন। তারা বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে শুক্রবার সন্ধ্যার পর চরের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট চালায়। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবীর জানান, চরের বাসিন্ধাদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি