LalmohanNews24.Com | logo

১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

লালমোহনে গভীর রাতে মাদ্রাসা ছাত্রীকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা

লালমোহনে গভীর রাতে মাদ্রাসা ছাত্রীকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা

ভোলার লালমোহনে গভীর রাতে মাদ্রাসা ছাত্রীকে মুখ চেপে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, শনিবার রাতে আমার মেয়ে ঘর থেকে বের হলে লর্ডহার্ডিঞ্জ ইউপির উত্তর লর্ডহার্ডিঞ্জ এলাকার কালু পাটওয়ারী বাড়ির সেলিম পাটওয়ারীর ছেলে ফিরোজ ও মোতালেব মাঝির ছেলে বিল্লাল মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আমার মেয়ে বাড়ির পাশে বিলের ভিতর পড়ে কান্না করতে দেখি। মেয়েকে তুলে এনে তার কাছ থেকে ঘটনা শুনে আমি এর প্রতিবাদ করতে বিল্লালের বাড়িতে গেলে, তার বাড়ির লোকজন মিলে আমাকে বেধড়ক মারধর করে।

তিনি আরও বলেন, ঘটনার পর পর আমি বিষয়টি স্থানীয় শালিস নিরব পাটওয়ারী ও মোস্তফা মেম্বারসহ কয়েকজকে জানাই। ঘটনা শুনে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফও সঠিক সমাধানের আশ্বাস দেন। তবে ঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো মিমাংস করতে পারেনি তারা। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

এ ঘটনায় অভিযুক্তদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি।

লালমোহননিউজ/ এইচ.পি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি