ভোলার লালমোহনে গভীর রাতে কিটনাশক দোকানে ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারের মিজান ট্রের্ডাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোর চক্র দোকান থেকে কিটনাশক ওষুধ ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যায়।
দোকান মালিক মিজান মিয়া জানান, প্রতিদিনের মত রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সোমবার ভোরে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙা ও শার্টার খোলা রয়েছে। পরে ভিতরে গিয়ে দেখা যায় দোকানের অধিকাংশ ওষুধ ও টাকা নিয়ে যায় চোর চক্র।
তিনি আরও জানান, সামনে ইরি সৃজন থাকায় দোকানে প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ মজুদ করি। সেখান থেকে প্রায় তিন লক্ষ টাকার ওষুধ চোরেরা নিয়ে যায়। চুরি হওয়ার দুইদিন আগে লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ির আওলাদ ও এরশাদকে দোকানের সামনে ঘুরাফেরা করতে দেখি। আমার সন্দেহ তারা এ চুরির ঘটনার সাথে জড়িত। এরআগেও এ দোকান কয়েকবার চুরি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি নিচ্ছি।
‘আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিখাতে আধুনিকায়ন হয়েছে : এমপি শাওন’
Jasim Jany: ভোলা-৩ আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির......বিস্তারিত