হাসান পিন্টু, লালমোহননিউজ২৪ ডটকমঃ লালমোহনে বাংলা ২য় পত্র পরিক্ষায় অসুধপায় অবলম্বন করার কারণে ১ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার উপজেলার ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মানবিক শাখার পরিক্ষার্থী মামুনকে বহিস্কার করা হয়। মামুন নামের ওই ছাত্র ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে।
জানা যায়, পরিক্ষা চলাকালীন সময় মামুন বই সহ পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করে। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারের নজরে পড়লে তিনি সাথে সাথে নোটিশের মাধ্যমে তাকে বহিস্কার করেন। মামুন এবছরের অন্য কোনো পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানা যায়।
এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, ধলিগৌরনগর কেন্দ্রটিতে মামুন নামের এক ছাত্র বই সহকারে কেন্দ্র প্রবেশ করার কারণে তাকে বহিস্কার করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল আরিফ।
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত