লালমোহননিউজ২৪ ডটকমঃ ভোলার লালমোহনে ৫২ পিস ইয়াবাসহ জাহের মাল (৩০) নামের এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই শহিদ এর নেতৃত্বে পুলিশের একটি ফোর্স গিয়ে তাকে আটক করে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের নবায়াগোপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহের ওই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
এবিষয়ে লালমোহন থানার এসআই শহিদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাহেরকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে লালমোহন থানায় নিয়ে আসি। পরে এসআই হেলাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করে। মামলা নং ১৯। পরে আজ সকালের দিকেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত