LalmohanNews24.Com | logo

২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

লালফুল ফুটবল উৎসব-২০১৮: জার্মানির সাথে গোল শুন্য ড্র করল স্পেন

লালফুল ফুটবল উৎসব-২০১৮: জার্মানির সাথে গোল শুন্য ড্র করল স্পেন

লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: নাহ্! ভুল শোনেননি মোটেও। জার্মানির সাথে সত্যিই গোল শুন্য ড্র করেছে স্পেন। তবে কোন বড় মঞ্চ বা প্রীতি ম্যাচে নয়! খেলাটি হয়েছে ভোলার লালমোহনে লালফুল ফুটবল উৎসব-২০১৮ এর একটি ম্যাচে স্পেন সাপোর্টারস কালিরটেক ও জার্মানি সাপোর্টারস ফুলবাগিচা এর মধ্যে খেলাটিতে কোন গোল হয়নি। ফুলবাগিচার সেচ্ছাসেবী সংগঠন লালফুলের আয়োজনে লালফুল ফুটবল উৎসব সিজন-১ এর খেলাগুলো ফুলবাগিচা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপে কোয়ালিফাই করা বিশ্বের নামি দলগুলোর সাপোর্টারসদের নিয়ে শুরু হয়েছে এই উৎসব। মোট ছয়টি দল দুইটি গ্রুপে ভাগ করে জমজমাট এক আয়োজন করছে লালফুল। দলগুলো হল বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, উরুগুয়ে।

লালফুল ফুটবল উৎসবের মিডিয়া পার্টনার লালমোহননিউজ টোয়েন্টিফোর ডটকম। কালকের খেলায় অংশগ্রহণ করবে আর্জেন্টিনা-উরুগুয়ে এবং জার্মানি-ব্রাজিল।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি