লালমোহনে সার্টিফিকেট পেলেন বেসিক কম্পিউটার প্রশিক্ষণার্থীরা

লালমোহনে সার্টিফিকেট পেলেন বেসিক কম্পিউটার প্রশিক্ষণার্থীরা
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

মুশফিক হাওলাদার।। ভোলার লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রী প্রশিক্ষণ সেন্টারে ইয়ুথ ভোলা-৩ এর সার্বিক সহযোগিতায় ইশরাক চৌধুরী নাওয়াল এর পরিকল্পনায় বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন কোর্স ও ডিজিটাল মার্কেটিং কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 

সোমবার ( ১৮ সেপ্টেম্বর) বিকালে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের হল রুমে ৫০জন প্রশিক্ষণার্থীর মাঝে এ সার্টিফিকেট বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুন্নবী চৌধুরী ইনিস্টিউটের অধ্যক্ষ নুরুল আমিন শাহজাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার, পৌরসভা ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ঈমাম হোসেন হাওলাদার, প্রধান প্রশিক্ষক মো. নজরুল ইসলাম শুভ রাজ, গ্রাফিক্স ডিজাইনার ইব্রাহিম সম্রাট প্রমূখ।