ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদমিয়ার হাট দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কোরআন তেলওয়াত, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
চাঁদমিয়ার হাট দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোসলেহউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। এতে আরও উপস্থিত ছিলেন চাঁদ মিয়ার হাট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আফসার উদ্দিন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ তাজুল ইসলাম।
লালমোহননিউজ/ এইচ.পি
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত