LalmohanNews24.Com | logo

৮ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২০ ইং

লকডাউনে সানি লিওনের সঙ্গে সময় কাটানোর সুযোগ

লকডাউনে সানি লিওনের সঙ্গে সময় কাটানোর সুযোগ

করোনা আতঙ্কের এই সময়ে সবাই এখন ঘরবন্দী। এমন সময়ে ভক্তদের সঙ্গে সময় কাটাতে চান সানি লিওন।

‘‌লকড আপ উইথ সানি’‌ শো-এর মূল বিষয়টা হলো করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। বাড়িতে থেকে মানুষও একঘেয়ে অনুভব করছে। তখন এই একঘেয়েমি কাটাতে অনলাইন কোয়ারেন্টাইন চ্যাট শো শুরু করতে চলেছেন হৃদয়ে ঝড় তোলা বলিউড অভিনেত্রী সানি লিওন।

কীভাবে পাওয়া যাবে সানি লিওনকে?‌ হার্টথ্রব এই নায়িকা প্রত্যেকদিন দুপুরে আসবেন ইনস্টাগ্রামে। সানি এই বিষয়ে বলেন, ‘‌এটা আমারই মস্তিষ্কপ্রসূত, যাতে আমার ভক্ত ও বিভিন্ন মানুষের সঙ্গে আনন্দ উপভোগ করা যায়। বিভিন্ন হালকা বিষয়ে আলোচনা করে আনন্দ নেওয়াই মূল লক্ষ্য। আর অনেক কিছু জানবার চেষ্টা করব।’‌

সানির এই খবর প্রকাশ্যে আসতেই নড়ে গিয়েছে নেটদুনিয়া। সানির সঙ্গে চ্যাট শো–তে অংশ নিতে মরিয়া সবাই। একবারটি যদি সানিকে কাছে পাওয়া যায়!‌ অর্থাৎ মনের কথা প্রাণে পৌঁছে দেওয়া। বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও কথা বলবেন তিনি বলে খবর।

কোয়ারেন্টাইনে সময় কাটানোর মুহূর্তে আলোচনায় মশগুল হয়ে পড়া আর কি। আসলে এখানে বাড়ি থাকার সময়টাকেই ইঙ্গিত করেছেন নায়িকা কোয়ারেন্টাইন হিসাবে। আর এখানেই সুকৌশলে বাড়িতে থেকে রোজগারের রাস্তা করে নিলেন সানি লিওন।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি