আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশংকা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে রুদ্ররূপ ধারণ করছে প্রকৃতি। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় ও বজ্র বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে চলতি প্রাক-মৌসুম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা।
জলবায়ু বিশেষজ্ঞ বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি রুদ্ররূপে আবির্ভূত হয়েছে। যখন বৃষ্টি হওয়ার কথা নয়, তখন বৃষ্টি হচ্ছে। নানা দুর্যোগও তৈরি হচ্ছে।
‘সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলেই করোনায় মৃত্যু’
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা......বিস্তারিত