ইথিওপিয়ার সুরি উপজাতি গোষ্ঠীর মধ্যে বিয়ের এক অদ্ভূত রীতি এখনো প্রচলিত। কোনো যুবতীকে বিয়ে করতে গেলে সেখানে যুবকদের দিতে হয় কঠিন পরীক্ষা। পরীক্ষা তো নয়, এক রকম যুদ্ধ। লাঠি নিয়ে তাদের লড়াইয়ে নামতে হয়। চলে হামলা-পাল্টা হামলা। এভাবে হামলা-পাল্টা হামলা চালানোর পর শেষ পর্যায়ে যে যুবক টিকে থাকেন, তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার সঙ্গেই বিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট যুবতীকে। কিন্তু লাঠি নিয়ে হামলা-পাল্টা হামলার এই রীতি ভয়ানক।
‘আলহাজ্ব ইউনুছ মিয়া লালমোহনের শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ’
Jasim Jany: লালমোহনের বিশিস্ট শিক্ষাবিদ সর্বজন সুপরিচিত আলহাজ্ব ইউনুছ মিয়া স্যারের ২৪তম......বিস্তারিত