LalmohanNews24.Com | logo

১০ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০১৯ ইং

মেসির ওপর হামলার চেষ্টা!

মেসির ওপর হামলার চেষ্টা!

নতুন মৌসুম শুরুর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগায় ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গতকাল অ্যান্টিগায় ইবিজায় এক পার্টিতে যোগ দিয়েছিলেন মেসি। সেখানে উপস্থিত ছিলেন বার্সা সতীর্থ্য লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও বার্সার সাবেক সতীর্থ্য সেস ফ্যাব্রিগাস। সে পার্টিতে মেসির উপর হামলার করার চেষ্টা করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় নিরাপত্তাকর্মীদের বলয়ে পার্টি থেকে বেড়িয়ে যাচ্ছেন মেসি ও তার স্ত্রী। ক্যাপশনে লেখা, ‘মেসি অক্ষত অবস্থায় নিরাপদভাবে নিরাপত্তা বলয়ে বেড়িয়ে যাচ্ছেন।’ কিন্তু কারা এই তারকা ফুটবলারের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন তা সর্ম্পকে জানা যায়নি।

কোপা আমেরিকা থেকে বিদায় নেয়ার পর বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী মাসে শুরু হবে লালিগার নতুন মৌসুম। ১৭ই আগস্ট অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯-২০ মৌসুম শুরু করবে বার্সেলোনা।।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি