LalmohanNews24.Com | logo

৬ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ | ২০শে মে, ২০১৯ ইং

মা ইলিশ ধরার অপরাধে ৫ জনের জেল

মোঃ মনিরুজ্জামান মোঃ মনিরুজ্জামান

বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি

প্রকাশিত : অক্টোবর ১২, ২০১৮, ১৬:৫১

মা ইলিশ ধরার অপরাধে ৫ জনের জেল

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ
দুটি অভিযানে ৫জেলেকে আটক করা হয়েছে।আটককৃত জেলেরা হলেন দুলাল (৫৪), আবুল কালাম
(৫৫) রুহুল আমিন (২৪) লালু মাঝি(৫০) মঞ্জু (২৫)। এরা সবাই বোরহানউদ্দিন উপজেলার জেলে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, বোরহানউদ্দিন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস এর নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্ময়নে
বৃহস্পতিবার রাত ও শুক্রবার স্থানীয় তেতুলিয়া নদীতে দুটি অভিযান পরিচালনা করা হয়।শুকবারের
অভিযানে সময় মা ইলিশ ধরার অপরাধে সাচড়া ইউনিয়নে ্ধসঢ়;আজিজুল এর ছেলে দুলাল,আব্দুল
খালেক এর ছেলে আবুল কালাম এবং শফিউলের ছেলে রুহুল আমিন কে আটক করা হয়। অন্যদিকে
বৃহস্পতিবার রাতে মাছ বিক্রয়ের অপরাধে মঞ্জু ও লালু মাঝি আটক করা হয়। পরে উপজেলা
নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস শুক্রবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুলাল (৫৪), আবুল
কালাম (৫৫) রুহুল আমিন (২৪) মঞ্জু এবং লালু মাঝি মমিন কে ১বছর কারাদন্ড দেন।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি