বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে আওয়ামী লীগ অফিসে উল্লাস চলছে। রবিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। কার্যালয়ের সামনে মাশরাফি পৌঁছালে তাকে ঘিরে সমর্থকরা মিছিল-শ্লোগানে উল্লাস প্রকাশ করছে। বাড়তি আগ্রহ ছিল দলের নেতাদের মধ্যে।
মনোনয়নপত্র নেয়ার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সালাম করে আসেন মাশরাফি। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করেন তিনি।
এর আগে মাশরাফির সাথে সাকিব আল হাসানেরও মনোনয়ন ফরম নেয়ার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। পরে গতকাল প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’
Like this:
Like Loading...
Related