LalmohanNews24.Com | logo

৬ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ | ১৯শে ফেব্রুয়ারি, ২০২০ ইং

মানুষের চেয়েও বিশ্বে মোবাইল ফোন বেশি

লালমোহননিউজ২৪ ডটকম লালমোহননিউজ২৪ ডটকম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত : মে ০৩, ২০১৯, ২০:৩০

মানুষের চেয়েও বিশ্বে মোবাইল ফোন বেশি

বর্তমানে ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তি সস্তা হয়ে গেছে। আর এ কারণেই দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ছাড়া একদণ্ডও চিন্তা করা যায় না। ফলে বর্তমানে বিশ্বে ফোনের সংখ্যা মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ ব্যবহারকারীর চেয়ে এখন সেটের সংখ্যা বেশি হয়ে দাঁড়িয়েছে।

বুধবার এমনই এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। এতে সংস্থাটি সাম্প্রতিক জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এবং বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থার তথ্যের উদ্ধৃতি দেয়।

আইটইউর হিসাব বলছে, ২০১৮ সালে প্রত্যেক মানুষের জন্য মোবাইল সাবস্ক্রিপশন বা গ্রাহক হওয়ার হার ছিল ১০৭টি।

বছরের শেষে দেখা যায়, বিশ্বের জনসংখ্যার ৫১.২ শতাংশ বা ৩৯০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড সাবস্ক্রিপশন করেছে ৫২৮ কোটি।

বিশ্বে উন্নয়নশীল দেশগুলোতে এক দশক আগে ৭৫.৩ কোটি ইন্টারনেট ব্যবহার করতো। এই হার উন্নত দেশে ছিল  ১০২.৮ কোটি মানুষ। মজার ব্যাপার হচ্ছে, উন্নয়নশীল দেশে ২০১৮ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ২৮৬.৮ কোটি, সেখানে উন্নত দেশে ছিল ৭৯.৪ কোটি।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি