লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকমঃ যশোরের ঝিকরগাছায় সৎ মা আনোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার পর ছেলে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মসমর্পণকারী মিম (১৫) ওই গ্রামের মশিয়ার রহমানের প্রথম স্ত্রীর সন্তান।
ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, আত্মসমর্পণকারী মিম জানিয়েছে, তাদের সৎ মা আনোয়ারা তাকে এবং তার ছোট ভাইকে ঠিকমতো খেতে দিতেন না।প্রায়ই মারধরও করতেন। ছোট ভাইয়ের ওপর এই নির্যাতন সইতে না পেরে রাতে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সৎ মা আনোয়ারাকে হত্যা করে।
এরপর সে থানায় এসে ঘটনা পুলিশকে জানায়।তিনি আরও বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে আনোয়ারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত