ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ১৫০টি মসজিদে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়েছে। একই সাথে ২০টি মন্দিরে করা হয়েছে বিশেষ প্রার্থণা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মসজিদ মন্দিরে এ কোরআন খতম ও প্রার্থণার আয়োজন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
করোনা থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমপি শাওন এ আয়োজন করেন। মহামারী ভাইরাস থেকে দেশের প্রত্যেকটি মানুষ যেন নিরাপদে থাকে এবং দ্রুত এ মহামারীর কবল থেকে দেশ মুক্ত করার জন্য সৃষ্টি কর্তার নিকট বিশেষ প্রার্থনা করা হয়। পৃথক পৃথকভাবে লালমোহন ও তজুমদ্দিনের ১৫০টি মসজিদে কোরআন খতম করে দোয়া মোনাজাত করা হয়। ২০টি মন্দিরেও পৃথকভাবে প্রার্থনা করা হয়।
এসময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। আমাদের দেশ এ মহামারী থেকে মুক্ত হোক। দ্রুত আবার আগের মতো পরিবেশ ফিরে আসুক। ফিরে আসুক মানুষের কর্মচাঞ্চল্য।
এর আগে সকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নে ৫শ পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন।
‘সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলেই করোনায় মৃত্যু’
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা......বিস্তারিত