মনপুরা প্রতিবেদকঃ মনপুরা উপজেলা শিক্ষা অফিস উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮পালিত হয়েছে। শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে সারাদেশের ন্যায় মনপুরাতেও ৬মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্ভোধন করা হয়েছে।
শিক্ষা সপ্তাহের পালন উপলক্ষে হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চত্তর থেকে “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বিশাল র্যালী উপজেলা চত্তর হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় স্কুলে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোঃ টিপু সুলতান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন, হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
হাসান পিন্টু
‘১৮৫ ‘লাশের স্বজন’ ওরা’
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে ঘাটতি নেই কোন। মহামারী করোনায় কেড়ে......বিস্তারিত