LalmohanNews24.Com | logo

৯ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

মনপুরায় পানিতে ডুবে ২ শিশুর করুন মৃত্যু

মনপুরায় পানিতে ডুবে ২ শিশুর করুন মৃত্যু

ভোলার মনপুরার পানিতে ডুবে ২ শিশুর করুন মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু ২টির নাম রাবেয়া(৫) ও সামিয়া(৭)। তারা স্থানীয় মোঃ জসিম ও মোঃ করিমের মেয়ে। তাদের বাড়ি ৩ ও ৪ নং ওয়ার্ডের পশ্চিমে বেঁড়ির পাশে।

স্থানীয় বাসিন্দা হিরন কাজী জানান, দুপুরের পরে শিশু দুইটি তাদের সঙ্গীয়দের নিয়ে বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে তাদের একজন পাশের একটি খালের পানিতে পা ধোয়ার জন্য নামে। হঠাৎ করে পা পিছলে শিশুটি পানিতে পড়ে যায়। তার পড়ে যাওয়া দেখে তাৎক্ষনিক অন্য শিশুটি প্রথম শিশুটিকে উঠাতে গিয়ে সেও পড়ে যায়। একসময় সাঁতরে কুলে উঠতে না পেরে তারা দুজনই পানিতে ডুবে যায়।

খোঁজাখুঁজি করে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষনে শিশু দুইটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি