LalmohanNews24.Com | logo

১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্বোধন

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্বোধন

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর শুক্রবার দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হাসপাতাল ভবনের উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জেন ডা. কেএম শফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, মেডিকেল গ্যাস সিস্টেম, লিফট ও সিসি ক্যামেরাসহ রয়েছে উন্নত চিকিৎসা সেবার আধুনিক সুবিধা। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার মেশিনপত্র, চিকিৎসা সরঞ্জামসহ রয়েছে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি।

সিভিল সার্জেন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ২৫০ শয্যা হাসপাতালটি উদ্বোধনের মধ্য দিয়ে ভোলার চিকিৎসা সুবিধা আরও একধাপ এগিয়ে গেল। এতদিন রোগীদের নানান ভোগান্তি হতো, এখন সেটা লাঘব হবে। ভোলার মানুষ এখন আধুনিক চিকিৎসাসেবা এই হাসপাতাল থেকেই পাবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি উদ্বোধনের কথা ছিল। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দিনভর অপেক্ষায় ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করবেন। তবে বিকেলে জানানো হয় স্বাস্থ্যমন্ত্রী সময় না পাওয়ায় উদ্বোধন হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৩ সালে ৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যার ভোলা জেনারেল হাসপাতালে আধুনিক সুবিধা সম্বলিত এই সাততলা ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ১ বছর আগে ২০১৯ সালের জুলাই মাসে ভবনটির নির্মাণকাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে গণপূর্ত বিভাগ। অথচ ভবনটি নির্ধারিত সময়ের আগে নির্মিত হলেও এতদিন ২৫০ শয্যার হাসপাতালটি চলছিল পুরোনো ১০০ শয্যা ভবনের জনবল দিয়ে।

-এইচপি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি