ভোলা প্রতিবেদকঃ ভোলার মেঘনা নদী থেকে ৩০ মন জাটকা ইলিশসহ ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে ভোলা সদরের ভেদুরিয়া এলাকার শ্রীপুরের মেঘনা নদী থেকে এ মাছ, ট্রলারসহ জেলেদের আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকা ইলিশ একটি ট্রলার ভর্তি করে ৪ জেলে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিন জোনের কন্টিজের্ট কমান্ডার মোঃ আব্দুল রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ট্রলার ভত্তি মাছসহ ৪ জেলকে আটক করা হয়। আটককৃত জেলেদের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরো জানান, জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত