এম. শরীফ হোসাইন, ভোলা থেকে ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে আটকের পর জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৬ জনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে। সেই সঙ্গে ওই অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশও জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল জানান, ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য একটি টিম মেঘনায় অভিযানে নামে। এ সময় ইলিশ ধরার অপরাধে তুলাতলী ও ইলিশ পয়েন্ট থেকে ৬টি জেলে নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর জব্দকৃত ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশ শিকারে নিশেধাজ্ঞা জারি করে স্থানীয় মৎস্য বিভাগ।
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত