LalmohanNews24.Com | logo

১লা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০১৯ ইং

ভোলায় শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভোলায় শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভোলা প্রতিনিধি: ভোলায় কল্যাণ ট্রাস্টের নামে বেতনের অতিরিক্ত ৪ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। ৩ ফেব্রুয়ারী রোববার বিকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ভোলা সদর উপজেলা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আবি আব্দুল্লাহ, সহাকরী প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন, সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি মাইনুল ইসলাম জুয়েল, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান, কলেজ শিক্ষক অমিতাভ অপু, প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, প্রধান শিক্ষক নাহুনুর বেগম, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ হারুন, প্রভাষক ধীমান চন্দ্র দেবনাথ প্রমুখ।

শিক্ষকরা বাংলাস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষকরা অতিরিক্ত ৪ ভাগ কর্তন প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জাতীয় করণের দাবি তোলেন। যদি এ দাবি মানা না হলে কেন্দ্রীয়ভাবে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এ আন্দোন জেলার সকল উপজেলায় পালিত হয়।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি