ভোলা প্রতিনিধিঃ ভোলার ইলিশা ফেরি থেকে মালবাহী ট্রাক নদীতে উল্টে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কস্তুরি নামক ফেরি থেকে মুরগীর খাদ্য নিয়ে ট্রাকটি নামার সময় উল্টে পরে।
ইলিশা ফেরিঘাটের ম্যানেজার ইমরান হোসেন জানান, লক্ষীপুর থেকে ছেড়ে আসা ফেরি কস্তুরি সকাল সাড়ে ১১ টার দিকে ইলিশা ঘাটে আসে। অন্যান্য গাড়ি নামার শেষে মুরগীর খাদ্য বোঝায় ট্রাকটি নামার সময় পল্টনের মোড় ভেঙে নদীতে উল্টে পরে। নদী থেকে ট্রাকটি উদ্ধার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
হাসান পিন্টু
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত