নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ দিঘলদী গ্রামের আলমগীরের ছেলে আব্দুর রাজ্জাক (২০) এবং মধ্য জয়নগর গ্রামের সেলিমের ছেলে সোহাগ (১৮)। এ সময় অপর দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় চরফ্যাসনগামী মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী অপর একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হয়।
স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত