ভোলা প্রতিবেদকঃ ভোলা সদরের আলীনগর গ্রাম থেকে ১৭০২ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ বিষয়টি জানান।
আটকরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার আলীয়াবাদের বাসিন্দা ফোরকান আলী (৫৩) ও তার স্ত্রী খালেদা বেগম (৩৫)।
পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আলীনগর গ্রামের মৃধা বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭০২ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত