LalmohanNews24.Com | logo

২রা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | ১৭ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিজ্ঞাপন

ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর শনিবার ভোলায় এ কর্মচসূচী পালিত হয়েছে।

জেলা প্রশাসন, কোস্ট ট্রাস্ট (সিএফটিএম প্রকল্প) ও ব্রাকের যৌথ উদ্যগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালি, স্মারকলিপি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও জলবায়ু ফোরামের সদস্যগণ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। এরপর কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের জেলা জলবায়ু ফোরামে পক্ষ হতে জলবায়ু অর্থায়ন ও তথ্যরে অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, ব্রাক প্রতিনিধি মোঃ আশরাফ, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক এম এ তাহের।

তথ্য অধিকার দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন ২০০৯ পাশ করেছে। সরকারি বেসরকারি সকল দপ্তর ও অফিস যেকোনো তথ্য জনগন চাইলে দিতে বাধ্য। তবুও যদি কেউ তথ্য দিতে না চায় তাহলে আপিল করার সুযোগ রয়েছে।

আজকের দিনে সকল দপ্তর ও অফিসগুলোকে তথ্যেও অবাধ প্রবাহ নিশ্চিতে আহব্বান জানাচ্ছি।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহাবুবুর রহমান, পরিবার পরিকল্পানা বিভাগের উপ পরিচলাক মোঃ মাহামুদুল আযাদ, এনডিসি নুরে আলম সিদ্দিক, জেলা জলবায়ু ফোরাম সহ-সভাপতি মোঃ মেজবা-উল-আলম, সদস্য মোঃ মোকাম্মেল হক মিলন, উপজেলা জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক জিন্নাত রেহানা, সদস্য আরজু বেগম, মোঃ মাইনুল, ফারিয়া তাবাছসুম, সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ ও একাউন্স অফিসার মোঃ ইব্রাহীম প্রমূখ। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বিশ্লেষণ পত্র পাঠ করেন কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের জেলা টিম লিডার রাশিদা বেগম।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি