নিজস্ব প্রতিবেদক।। ভোলার ভেদুরীয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৩০মন ঝাঁটকা ইলিশ উদ্ধার করেছে ভোলা কোষ্ট গার্ড। কোষ্ট গার্ডের পেটি অফিসার মোঃ মনির সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত্র ১০টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালায়।
কোষ্ট গার্ড জানায়, , বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু মাছঘাট থেকে ট্রাক যোগে ৩০মন ঝাঁটকা ইলিশ ররিশালে পাচার করছিল এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরীয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে ঝাঁটকা গুলো আটক করি। আটক ঝাঁটকা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিলিকরে দেওয়া হয়। ভোলা কোষ্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নুরুজ্জামান জানান, অবৈধ কারেন্ট জাল , চরঘেরা জাল, বেহুন্দী জাল ও ঝাঁটকা ইলিশের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।
‘বৃহস্পতিবার টাকা দিবস’
Jasim Jany: স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব নোট বা মুদ্রার প্রচলন শুরু হয়......বিস্তারিত