ভোলায় অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে মাইশা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা-ইলিশা সড়কের পরানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে জুবায়ের নামে আরেকজন। নিহত শিশুটি ইলিশা ইউনিয়নের পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সুত্র জানায়, দুপুরের দিকে ভোলা-ইলিশা সড়কের পরানগঞ্জ এলাকায় একটি দূতগামি ট্রালি বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোর যাত্রী মাইশা নিহত এবং তার ভাই আহত হয়েছে। ভোলা সদর হাসপেতালের দায়িত্বরত পুলিশ সদস্য আল মামুন এ তথ্য নাশ্চিত করেছেন। -এইচপি
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত