ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া নয়টি ওয়ার্ডের হতদরিদ ১ হাজার মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। তিনি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার সবক’টি ওয়ার্ডের দরিদ্র পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে চার দিন ব্যাপী বিতরণ কাজ শেষ করেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিতরণ কাজে অংশ নেন।
পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে না যেতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ঘরের বাইরে না যেতে পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে রিকশাচালক, দিনমজুর, প্রতিবন্ধি সহ বিভিন্ন পেশার দরিদ্র পরিবারে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে,সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র নির্দেশনায় এবং আমাদের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের তত্ত্বাবধানে দরিদ্র প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়ার সাবান মিলে ১ হাজার পরিবারের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। এসব প্যাকেজ আজ(৫ এপ্রিল) দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।
‘করোনায় মৃতদের জন্য আগেই খুঁড়ে রাখা হচ্ছে কবর’
মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে......বিস্তারিত