LalmohanNews24.Com | logo

১৬ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

বোরহানউদ্দিনে মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নীল রতন নীল রতন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত : জুন ০৪, ২০১৯, ২১:২১

বোরহানউদ্দিনে মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের আয়োজনে ও তার সভাপতিত্বে মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, থানার ওসি ম. এনামুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা কর্মচারী, উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বানিজ্যমন্ত্রী, বর্তমান ভোলা-১ আসানের সংসদ সদস্য তোফায়েল আহমেদ সহ আ’লীগ সরকারের সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাযাত করা হয়।

অনুষ্ঠানে আলী আজম মুকুল গত রোজায় সিংগাপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার কথা উল্লেখ করে আবেগপ্লুত হয়ে পড়েন। তার অসুস্থতায় ভোলা-২আসনের জনগন সহ পুরো ভোলার মানুষ তার জন্য যে দোয়া করেছেন, সে জন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে এ সংসদ সদস্য তার দুই উপজেলায় ঈদ উপলক্ষে ২০ হাজার শাড়ি, নগদ টাকা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

লালমোহননিউজ/ এইচ.পি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি