LalmohanNews24.Com | logo

৩রা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০১৯ ইং

বোরহানউদ্দিনে বাস চাপায় প্রাণ গেলো দুই সহোদরের

নীল রতন নীল রতন

বোরহানউদ্দিন উপজেলা প্রতিবেদক

প্রকাশিত : জুন ০৬, ২০১৯, ১৮:৩৯

বোরহানউদ্দিনে বাস চাপায় প্রাণ গেলো দুই সহোদরের

ভোলার বোরহানউদ্দিনে যাত্রবাহী বাসের চাপায় মোটর সাইকেলের ২ আরোহী মো. রুবেল(২৮) ও মো. সোহাগ(২৫) নামের দুই  সহোদর ভাই নিহত হয়েছে। বৃহস্পতিবার সোয়া দুইটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ইদারাহ্ মূল কেন্দ্র মাদ্রাসার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের আবুল কালামের ছেলে ।

বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক জানান, ভোলা-চরফ্যাশন সড়কের ইদারাহ্ মূল কেন্দ্র মাদ্রাসার নিকট ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বাস রবিন চৌধুরী এক্সপ্রেস(পাবনা-জ-০৪-০০২১) চরফ্যশনের দিকে যাচ্ছিলো। ভোলার দিকে চলমান রুবেল ও সোহাগকে বহনকারী মোটর সাইকেলকে ওই স্থানে ধাক্কা দিলে তাদের সাথে থাকা মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। ঘাতক বাসটিকে জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

লালমোহননিউজ/ এইচ.পি

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি