ভোলার বোরহানউদ্দিনে অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি সীমিত পরিসরের বর্ণাঢ্য র্যালি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে উপজেলা শহীদ বেদীর সামনে শেষ হয়। ওই স্থানে ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রষ্পস্তবক অর্পণ করেন।
এরপর যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. বশির গাজী, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, মাদ্রাসা প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ও ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট নিজস্ব ক্যাম্পাসে আলাদাভাবে জন্মশতবার্ষিকী উদ্যাপন করে।
‘১৮৫ ‘লাশের স্বজন’ ওরা’
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে ঘাটতি নেই কোন। মহামারী করোনায় কেড়ে......বিস্তারিত