ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে দেয়াল পত্রিকা প্রতিযোগিতা উৎসব উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কোস্ট ট্রাস্টের যৌথ আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্কুল-মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন, কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ওসি(তদন্ত) আ.কাদের, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, উপজেলা ব্যবস্থাপক সাইদুর রহমান প্রমুখ। বক্তৃতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে শুভেচ্ছা উপহার দেয়া হয়
‘করোনায় মৃতদের জন্য আগেই খুঁড়ে রাখা হচ্ছে কবর’
মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে......বিস্তারিত