ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দূর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বস্ত্র বিতরন করেন।
বোরহানউদ্দিন পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রবিন্দ্র পল্লি ভাওয়াল বাড়ি শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে চাণক্য সেবা সংঘের আয়োজনে এ বস্ত্র বিতরন অনুষ্ঠান হয়। এ সময় চাণক্য সেবা সংঘের উপদেষ্টা রাখাল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কুমার দাস, সম্পাদক ইন্দ্রজিৎ দে, চাণক্য সেবা সংঘের সভাপতি প্রেমাংসু দাস, সম্পাদক ভাস্কর দাস প্রমূখ।
এছাড়া বিকেলে উপজেলার ২০টি মন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন এমপি মুকুল।
‘ঘর ছেড়ে পালিয়েছেন ৪ যুবকের সঙ্গে, লটারির মাধ্যমে পাত্র বেছে নিলেন তরুণী’
Jasim Jany: ভাগ্য করে বউ পাওয়া যায়— এ কথা হয়তো শুনেছেন। কিন্তু......বিস্তারিত