ভোলার বোরহানউদ্দিনে জাতিয় ভোটার দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চেয়ারম্যন আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহি অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরে গুরুত্বিপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) আ.কাদের, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
‘মনপুরায় করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ইউএনও’
মো: ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা স্বাস্থ্য......বিস্তারিত