মনিরুজ্জামান, বোরহানউদ্দিনঃ
কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় রবিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার কর্মকর্তা –কর্মচারীগন দিনভর কর্মবিরতি পালন করেন।৩দিন ব্যাপী কর্মসূচীর আজ রবিবার ছিল প্রথম দিন।রাষ্ট্রীয় কোষাগার হতে বেতনভাতা ও পেনশন সুবিদা পাওয়ার দাবীতে তাদের এ কর্মসূচী বলে সংশ্লিষ্টরা জানান,
রবিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভায় গিয়ে দেখা যায় সমস্ত কর্মকর্তা –কর্মচারীগন নিচ তলার প্রধান ফটকের সামনে বসে কর্ম বিরতী পালন করেন।কর নির্ধারণকারী মঞ্জুর হোসেন জানায়,দীর্ঘদিন যাবত তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।অন্যান্য সেক্টরের কর্মকর্তাগন রাষ্ট্রীয় কোষাগার হতে বেতনসহ যাবতীয় সুবিদা পেলে ও সারা বাংলাদেশের পৌরসভায় কর্মরত কর্মকর্তা –কর্মচারীর ক্ষেত্র ওই নিয়মের ব্যতিক্রম হচ্ছে।তাই তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।এ সময় পৌরসভার কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
‘সবাইকে অচেতন করে শ্বশুরবাড়ি লুট করে জামাইয়ের চম্পট!’
Jasim Jany: চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের ঘটনা......বিস্তারিত