LalmohanNews24.Com | logo

৫ই অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০১৯ ইং

বেজে উঠলো পাক-ভারত যুদ্ধের দামামা, দুই দেশের ৮ সেনা নিহত

বেজে উঠলো পাক-ভারত যুদ্ধের দামামা, দুই দেশের ৮ সেনা নিহত

অবশেষে বেজে উঠলো পাক-ভারত যুদ্ধের দামামা। অঘোষিত এই যুদ্ধে ভারতের ৫ সেনা ও পাকিস্তানের ৩ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সীমান্তে দুদেশের সেনাদের গোলাগুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

পাকিস্তানের শীষ সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ভারতজুড়ে যখন দেশটির ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে ঠিক সময় লাইন অব কন্ট্রোলে এই অঘোষিত যুদ্ধ শুরু হলো।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর এক টুইটবার্তায় লিখেছেন, ‘জম্মু-কাশ্মির ইস্যুতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তাতে আমাদের ৩ সেনা নিহত হয়েছেন। পাল্টা জবাবে আমাদের গুলিতে ভারতের ৫ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ধ্বংস হয়েছে একাধিক বাঙ্কার।’

বৃহস্পতিবার দুপুরের পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের নিহত তিন সেনা সদস্য হলেন- নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।

১৫ আগস্ট ভারতজুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হলেও সম্প্রতি ভারত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এই দিনটিকে পাকিস্তান ‘কালো দিবস’ হিসেবে পালন করছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপর তীব্র প্রতিবাদে ফুঁসে উঠে গোটা পাকিস্তান।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি